• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

হাওর এলাকায় নতুন রাস্তা নয়, উড়ালসেতু নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ১৯:২৭, ১৮ এপ্রিল ২০২২

আপডেট: ১৯:৩২, ১৮ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
হাওর এলাকায় নতুন রাস্তা নয়, উড়ালসেতু নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

হাওর এলাকায় নতুন করে আর রাস্তাঘাট নির্মাণ না করে তার পরিবর্তে সেখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৮ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। 

এদিন দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর এ নির্দেশনার বিষয়ে সাংবাদিকদের জানান, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমাদের দেশে সারা বছরে পাঁচ হাজার মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। কিন্তু সম্প্রতি সিলেট অঞ্চলে যে বৃষ্টিপাত হয়, তার পরিমাণ ১২শ মিলিমিটার। যে কারণে হঠাৎ করেই হাওর এলাকায় বন্যা দেখা দিয়েছে। সাধারণত ৩০ এপ্রিলের মধ্যে হাওর এলাকার ধান কাটা শেষ হয়ে যায়। আগামী সাত দিনের মধ্যে বৃষ্টিপাত না হলে ফসলের বেশি ক্ষতি হবে না।

আরও পড়ুন:

তিনি বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, এখন থেকে হাওর এলাকায় নতুন করে রাস্তাঘাট করা যাবে না। যে রাস্তাগুলো আছে, সেগুলোতে পানি নামতে কোনো সমস্যা হচ্ছে কি না, তা খতিয়ে দেখে এক-দেড় কিলোমিটার পরপর ব্রিজ করে দিতে হবে। সেখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করতে হবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, হাওর এলাকার নদী ও খালের ওপরে পলি পড়ে ভরাট হয়ে যায়। আগামী অর্থবছরের মধ্যে ড্রেসিংসহ হাওর এলাকার ধান যাতে আরও অল্প সময়ের মধ্যে উৎপাদন করা যায় সে জন্য সরকারের সংশ্লিষ্ট বারি ও বীনাকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2