• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

‘আমার মন খারাপ পোস্ট করলে শাস্তি হবে’ সংবাদটি মিথ্যা: মোস্তাফা জব্বার

প্রকাশিত: ১৯:৪৩, ১৮ এপ্রিল ২০২২

আপডেট: ১৯:৪৪, ১৮ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
‘আমার মন খারাপ পোস্ট করলে শাস্তি হবে’ সংবাদটি মিথ্যা: মোস্তাফা জব্বার

গত দুদিন আগে একটি জাতীয় দৈনিক পত্রিকা প্রকাশিত হয় ‘আমার মন খারাপ’ পোস্ট করলে শাস্তি হবে এ সংক্রান্ত একটি খবর। তবে খবরটি সত্য নয়। বরং মিথ্যা ও অপপ্রচার। প্রতিবেদনের বিষয়টিকে জঘন্য ‘মিথ্যাচার’ ও ‘অপপ্রচার’ বলে আখ্যায়িত করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

সোমবার (১৮ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এমনটা জানান।

ফেসবুকে মোস্তাফা জব্বার লেখেন, গত দুদিন ধরে ফেসবুকে একটি পত্রিকার খবর অনুসারে ট্রল করা হচ্ছে যে  ‘আমার মন খারাপ’ পোস্ট দিলে শাস্তি হবে। এই খবরটি একটি জঘন্য মিথ্যাচার ও অপপ্রচার।

তিনি আরও জানান, খসড়া নীতিমালায় এমন কোনো বাক্য নেই। যারা বিভ্রান্ত হচ্ছেন তাদের জন্য জানাচ্ছি, বিটিআরসি একটি নীতিমালার প্রথম খসড়া তৈরি করেছে, যার ফলে সামাজিক যোগাযোগমাধ্যম বা ওটিটি প্লাটফর্মে ডিজিটাল অপরাধ প্রতিরোধ করা যায়।

মন্ত্রী বলেন, এটি উচ্চ আদালতের নির্দেশে করা হয়েছে। এর ওপর মতামত দিতে বলা হয়েছিল। এখন অংশীজনদের মতামত নেওয়া হচ্ছে। এরপর এটি আদালতে পেশ করা হবে এবং আদালত এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2