নিউ মার্কেট এলাকার সংঘর্ষে বেশ ক’জন সাংবাদিক আহত

নিউ মার্কেট এলাকার সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে বেশ কয়েক জন সাংবাদিক হামলার শিকার হয়েছে। জানা গেছে, মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে নিউ মার্কেট এলাকার বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী-কর্মচারী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সময় হামলার শিকার হন দীপ্ত টিভির রিপোর্টার আসিফ জামান সুমিত। এসময় তাকে রক্ষা করতে গেলে বাংলা ট্রিবিউনের শাহেদ শফিক, এসএ টিভির ক্যামেরা পারসন কবির হোসেন এবং মানবজমিনের শুভ্র দেব ও হামলার শিকার হন।
সরেজমিনে দেখা যায়, যখন ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিক্ষকদের শান্ত করে গণমাধ্যমের সংঙ্গে কথা বলছিলেন, তখনই তাঁদের উপর হামলা চালায় ব্যবসায়ীরা। এরপরই আবারো উত্তেজিত হয়ে পড়েন শিক্ষার্থীরা।শিক্ষক নেতারা অভিযোগ করেছেন, আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের কলেজ প্রশাসন থেকে অবহিত করা হয়েছে। তাঁদের ঘটনাস্থলে আসতে বলা হলেও তাঁরা আসছেন না।
ড. কুদ্দুস শিকদার জানিয়েছেন, সংঘর্ষে প্রায় ৩০ থেকে ৩৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদেরকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মন্তব্য করুন: