অধ্যক্ষ অবরুদ্ধ, কক্ষ ভাঙচুর, হল না ছাড়ার ঘোষণা শিক্ষার্থীদের

হল ছাড়ার বিজ্ঞপ্তিতে ক্ষিপ্ত হয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ এটিএম মইনুল হোসেনের রুম ভাঙচুর করে তাকে অবরুদ্ধ করে রেখেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকাল পৌনে চারটার দিকে এই ঘটনা ঘটে।
এই সময় শিক্ষার্থীরা ভারপ্রাপ্ত অধ্যক্ষের রুম ভাঙচুরও করেন। পাশাপাশি হল বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে স্লোগান দেন।
এছাড়া বিচার হওয়ার আগ পর্যন্ত হল না ছাড়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
এরআগে নিউ মার্কেট এলাকা ছাত্র ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজের সব হল আগামী ৫ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আজ বিকালের মধ্যে সবাইকে হল ছাড়ার নির্দেশও দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
বিভি/কেএস/এইচকে
মন্তব্য করুন: