শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষ: সুষ্ঠু তদন্তে সমাধান চান লেখক ভট্টাচার্য

সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঢাকা কলেজের শিক্ষার্থী এবং নিউমার্কেটের ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের বিষয়টি যেনো সমাধান করা হয় সেই আহবান জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
মঙ্গলবার ( ১৯ এপ্রিল) নিউমার্কেট এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের এইসব কথা বলেন তিনি।
এসময় ঘটনাস্থলে গাড়ি চালিয়ে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য নিউমার্কেট এলাকায় প্রবেশ করেন। পরে ঘটনার সংগে জড়িতরা ঢাকা কলেজ অথবা নিউমার্কেটর এলাকার ব্যবসায়ী যেই হোন না কেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহবান জানান লেখক ভট্টাচার্য।
পরে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ঢাকা কলেজ ক্যাম্পাসে প্রবেশ করলে সাধারণ ছাত্রদের পুলিশের বিরুদ্ধে মিছিল দিতে দেখা যায়।
বিভি/এএইচ/এইচকে
মন্তব্য করুন: