সিদ্ধান্ত ছাড়াই মিটিং শেষ, হল ছাড়েনি শিক্ষার্থীরা

নিউমার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে ঢাকা কলেজের হল আগামী ৫ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়। হল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাখান করে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এটিএম মইনুল হোসেনকে অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা। এরপরই জরুরি মিটিং এ বসেন ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা।
তবে কোন সিদ্ধান্ত ছাড়াই মিটিং শেষ হয়েছে।
আরও পড়ুন:
- পুলিশ ব্যবস্থা নিলে সংঘর্ষ হত না: নিউমার্কেট বণিক সমিতি(ভিডিও)
- সিদ্ধান্ত ছাড়াই মিটিং শেষ, হল ছাড়েনি শিক্ষার্থীরা
এদিকে আজ বিকেলের মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হলেও হলেই অবস্থান করছেন শিক্ষার্থীরা। এরমধ্যে বিকেল সাড়ে চারটার দিকে আবারও ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এখনও থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে।
বিভি/এসআরটি/এইচকে
মন্তব্য করুন: