• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সন্ধ্যার পর আবারও রাস্তায় শিক্ষার্থীরা, থেমে থেমে চলছে সংঘর্ষ

প্রকাশিত: ২২:২৯, ১৯ এপ্রিল ২০২২

আপডেট: ২২:৪১, ১৯ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
সন্ধ্যার পর আবারও রাস্তায় শিক্ষার্থীরা, থেমে থেমে চলছে সংঘর্ষ

কোনোভাবেই শান্ত হচ্ছে না নিউমার্কেট এলাকার পরিস্থিতি। ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যেকার সংঘর্ষ আবার শুরু হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) ইফতারের পর আবারও রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা। এখনও থেমে থেমে চলছে সংঘর্ষ। নিউমার্কেট এলাকার পরিবেশ এখনও থমথমে।

এই প্রতিবেদন লেখার সময়- সন্ধ্যার পর শিক্ষার্থীরা পর ঢাকা কলেজের মূল ফটকের সামনে রাস্তার দুই পাশে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। বর্তমানে তারা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

রাস্তায় আছেন নিউ মার্কেটের ব্যবসায়ীরাও। তারা নিউ সুপার মার্কেট সংলগ্ন ফুট ওভার ব্রিজের নিচে অবস্থান নিয়ে আছেন। সেখানে কাছেই অবস্থান নিয়ে আছে পুলিশ।

ফের রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা

এর আগে মঙ্গলবার সন্ধ্যার দিকে নিউমার্কেট ও আশপাশের সড়কে কিছু সময়ের জন্য রিকশা, সিএনজিচালিত অটোরিকশাসহ হালকা যানবাহন চলাচল করলেও পরে বন্ধ হয়ে যায়। তবে যাত্রীবাহী কোনো বাস দেখা যায়নি। সংঘর্ষের পরিপ্রেক্ষিতে টানা আট ঘণ্টারও বেশি সময় ওই এলাকায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। 

অবস্থান নিয়েছে পুলিশও।

সোমবার মধ্যরাত থেকে শুরু হওয়া এ সংঘর্ষে নিউমার্কেট ও ঢাকা কলেজ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। রাস্তায় ছোট-বড় অজস্র ইটের টুকরো পড়ে থাকায় এতে ব্যাহত হচ্ছে যানচলাচল। ব্যাপক সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

সাংবাদিক দোকান কর্মচারী ও শিক্ষার্থীসহ শতাধিক আহত হয়েছেন। সেই সঙ্গে আহত এক যুবক ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আরও পড়ুন:

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2