• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

যান চলাচল স্বাভাবিক, অপেক্ষা দোকান খোলার

প্রকাশিত: ১২:২১, ২০ এপ্রিল ২০২২

আপডেট: ১২:২৩, ২০ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
যান চলাচল স্বাভাবিক, অপেক্ষা দোকান খোলার

বুধবার (২০ এপ্রিল) সকাল থেকেই নিউমার্কেট এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। বিবাদমান কোন পক্ষেরই সরব উপস্থিতি লক্ষ্য করা যায় নি। তবে যে কোন ধরনের দূর্ঘটনা রোধে বিপুল পরিমান পুলিশ মোতায়েন করা হয়েছে। 

নিউমার্কেট, চন্দ্রিমা, গাউছিয়া, চাঁদনীচক, ধানমন্ডি হকার্স মার্কেটের দোকানিরা নিজ নিজ দোকানের সামনে অবস্থান নিয়েছে, পরিস্থিতি বুঝে তারা ব্যবসা প্রতিষ্ঠান খুলবেন বলে জানান তারা। তিতুমির কলেজ, কবি কাজী নজরুল ইসলাম কলেজ, ইডেন কলেজ সহ বেশ কয়েকটি কলেজ চলমান এই আন্দোলনে একাত্বতা ঘোষনা করেছে। সব শিক্ষার্থীরা বুধবার প্রতিবাদ সমাবেশ করার কথা থাকলেও বৈরি আবহাওয়ায় তা এখনো চোখে পড়েনি। 

নিউ মার্কেটের ব্যবসায়ীদের সাথে গত সোমবার রাতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এরপর মঙ্গলবার দিন ভার থেমে থেমে হামলা-পাল্টা হামলা চলে। এই হামালায় নাহিদ হোসেন নামে একজন নিহত হয়। 

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ. ম. কাইয়ুম গণমাধ্যমকে বলেন, ব্যবসায়ীরা দোকান খুলতে চায়, কিন্তু কখন তারা খুলতে পারবে সে বিষয়ে আমি কিছু বলা যাচ্ছে না। সংঘর্ষ এড়াতে আমরা অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2