‘পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবই করছে পুলিশ’- এডিসি শাহেন শাহ মাহমুদ

বুধবার (২০ এপ্রিল) ডিএমপি নিউ মার্কেট জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) শাহেন শাহ মাহমুদ ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, নিউ মার্কেট এলকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন। তিনি বলেন, ছাত্ররা ক্যাম্পাসে ফিরে গেছে, ব্যবসায়ীদেরও শান্ত থাকতে বলেছি, আমরা যা করার সব করছি, ঢাকা কলেজ কর্তৃপক্ষ, শিক্ষা মন্ত্রণালয়সহ সকলের সহযোগিতায় নিউ মার্কেট এলাকা এখন স্বাভাবিক রয়েছে।
তিনি আরও বলেন, ব্যবসায়ীদের দোকান খোলার বিষয়ে কোন সিদ্ধান্ত পুলিশ নেয় নি। তবে, পরিস্থিতির স্বাভাবিকতার কারনে কেউ কেউ দোকান খুলতে শুরু করেছে। ব্যবসায়ীরা তাদের মালিক সমিতির নির্দেশনা অনুযায়ী হয়ত মার্কেট খুলছেন বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে সকালে পুলিশ মাকের্ট পরিস্থিতি ঘুরে দেখেন। এসময় দোকানীরা বিভিন্ন স্লোগান দিলে পুলিশ তাদের শান্ত করে।
বিভি/এসআই
মন্তব্য করুন: