কালবৈশাখী-ঘূর্ণিঝড়-বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা-স্থাপনা দ্রুত মেরামত চায় সংসদীয় কমিটি

কালবৈশাখী, ঘূর্ণিঝড়, বন্যা প্রভৃতি প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ রাস্তা ঘাট ও বিভিন্ন স্থাপনা দ্রুত মেরামত/সংস্কারের কার্যক্রম বাস্তবায়নের প্রতি অধিক সচেতন থাকার জন্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকলের সহায়তা কামনা করেছে সংসদীয় স্থায়ী কমিটি।
বুধবার (২০ এপ্রিল) একাদশ জাতীয় সংসদের ‘দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২৩তম বৈঠকে এসব কথা বলা হয়। কমিটির সভাপতি এ বি তাজুল ইসলামের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, মো. আফতাব উদ্দিন সরকার, জুয়েল আরেং এবং কাজী কানিজ সুলতানা অংশগ্রহণ করেন।
গত বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা; ঘুর্ণিঝড় মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি ও কার্যক্রম সম্পর্কিত আলোচনা ও মুজিব কিল্লা নির্মাণ প্রকল্প এবং দুর্যোগ/দুর্ঘটনা মোকাবেলায় উপজেলা পর্যায়সহ সমগ্র বাংলাদেশে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
জনকল্যাণে মুজিব কিল্লা নির্মাণের ক্ষেত্রে উপযুক্ত স্থান/এলাকা নির্ধারণ করার পাশাপাশি কিল্লার উদ্দেশ্য সফলভাবে বাস্তবায়নের পরামর্শ দেয়া হয়। বিশেষ করে উপকূলীয় ও বন্যাকবলিত এলাকার প্রতি অধিক গুরুত্ব দেয়ার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
বৈঠকে গাজীপুরস্থ গুশুলিয়া মৌজায় অধিগ্রহনকৃত জমি চিহ্নিত করে সীমানা প্রাচীর নির্মানের পরবর্তী কার্যক্রম গ্রহণের সুপারিশ করা হয়। টুঙ্গিসহ দেশের অন্যান্য এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অনুকূলে অধিগ্রহণকৃত অব্যবহৃত জমিগুলো চিহ্নিত করে ব্যবহারের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
বিভি/এইচকে
মন্তব্য করুন: