ট্রেনের অগ্রিম টিকিটের জন্য মানুষের উপচেপড়া ভিড়

ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। কাঙ্খিত টিকিট পেতে কমলাপুর রেলস্টেশনে বৃহস্পতিবার রাতে থেকে শুক্রবার দুপুর পর্যন্ত মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। আগামী ২ মে ঈদুল ফিতর ধরে নিয়ে ১ মে পর্যন্ত ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি করবে রেলওয়ে কর্তৃপক্ষ।
জানা গেছে, যাত্রীরা আজ ২২ থেকে ২৬ এপ্রিলের অগ্রিম টিকিট নিচ্ছেন। আর তা সংগ্রহ করতে গিয়েই ভোগান্তিতে পড়েছেন অনেকে।
ট্রেনে ঈদযাত্রার আগাম টিকিট বিক্রি শুরু হবে আগামী ২৩ এপ্রিল থেকে। প্রথম দিনে বিক্রি হবে ২৭ এপ্রিলের টিকিট। ২৪ এপ্রিল ২৮ এপ্রিলের, ২৫ এপ্রিল ২৯ এপ্রিলের, ২৬ এপ্রিল, ৩০ এপ্রিলেরর এবং ২৭ এপ্রিল ১ মে’র ট্রেনের টিকিট বিক্রি করা হবে। ঈদের পর ফিরতি যাত্রা হবে ৫ মে। সেই টিকিট বিক্রি হবে ১ মে। এবারের ঈদে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ১ মে। সেদিন দেওয়া হবে ৫ মে’র টিকিট।
কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, যেসব যাত্রী ২৬ তারিখ বা তার আগে ট্রেনে যেতে চায়, তারাই আজকে টিকিট কাটতে এসেছেন। সবগুলো কাউন্টারে টিকিট দেওয়া হচ্ছে। যতক্ষণ টিকিট থাকবে, ততক্ষণ যাত্রীরা টিকিট পাবে। কাউন্টারের পাশাপাশি অনলাইনেও টিকিট দেওয়া হচ্ছে। একজন যাত্রী চারজনের টিকিট কাটবে। সেক্ষেত্রে চারজনের এনআইডি বা জন্মসনদ দেখাতে হবে। অন্যথায় টিকিট দেওয়া হবে না।
কমলাপুর রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, কমলাপুর স্টেশন থেকে থেকে প্রতিদিন প্রায় ৩০ হাজার টিকিট বিক্রির লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। ট্রেনের অর্ধেক টিকিট কিনতে পারবে অনলাইনে। এর মধ্যে যাত্রীদের অভিযোগ অনেকেই সার্ভারে ঢুকতে পারছেন না। দুয়েকজন যদিও ঢুকছেন তারাও টিকিট পাচ্ছেন না। অনেকের টাকা কেটে নিয়েছে কিন্তু টিকিট দেয়নি। অনলাইনে টিকিট বিক্রির বিষয়ে এমন নানা অভিযোগ টিকিট প্রত্যাশীদের।
এবার ঈদুল ফিতর উপলক্ষে ১২ জোড়া ঈদ স্পেশাল ট্রেন চালানোরও সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। বিশেষ ব্যবস্থায় অনলাইন ও কাউন্টার থেকে সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হবে।
বিভি/এইচএস
মন্তব্য করুন: