কাটেনি অনলাইনে রেলের টিকিটের ভোগান্তি, ঘন্টায় শেষ সব টিকিট

এখনো কাটেনি অনলাইনে রেলের টিকিটের ভোগান্তি। যাত্রীরা টিকিট না পেলেও নির্দিষ্ট সময়ের এক ঘন্টা পর সব টিকিট শেষ। শনিবার (২৩ এপ্রিল) থেকে ২৭ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। পূর্ব ঘোষনা অনুযায়ী পঞ্চাশ শতাংশ টিকিট অনলাইনে এবং বাঁকি পঞ্চাশ শতাংশ কাউন্টারে বিক্রির কথা। শনিবার সকাল ৮টায় অনলাইনে টিকিট কাটতে গেলে একটি বার্তা দেখায়, যার বাংলা অর্থ: ‘আপনি আমাদের কাছে খুবই মূল্যবান। মানসম্পন্ন পরিষেবা নিশ্চিত করতে আমরা আপনাকে লাইনে রাখছি। ধৈর্য ধরার জন্য আপনাকে ধন্যবাদ।’
এরপর আটটা পঁয়তাল্লিম মিনিটে সাইট স্বাভাবিক হলে লগইন করে দেখা যায় সব টিকিট শেষ। যাত্রীদের অভিযোগ, সাইটে লগইন-ই করা গেলনা অথচ সব টিকিট শেষ। তবে কেউ কেউ টিকিট পেয়েছেন বলেও জানিয়েছেন।
‘বাংলাদেশ রেলওয়ে পরিবার’ ফেসবুক পেইজে সাদিকুল ইসলাম নামে একজন লেখেন “এতক্ষণ ওয়েবসাইট ডাউন থাকার পর যখন খুলল তখন দেখি টিকিট সব শেষ। এটা কেমনে কি হলো? যেখানে ওয়েবসাইটেই ঢোকা যাচ্ছিল না সেখানে কিভাবে টিকিট শেষ “।
রহিম বাদশা সাগর নামে একজন লেখেন, অবশেষে ঢুকেই দেখি চোরে সব চুরি করেছে,,,তিব্র নিন্দা জানাচ্ছি!
‘বাংলাদেশ রেলওয়ে পরিবার’ ফেসবুক পেইজে মুন নামে একজন লিখেছেন, আলহামদুলিল্লাহ ৮:০০ -৯:৩০ পর্যন্ত টানা ১:৩০ মিনিট ধরে চেষ্টা করে ব্যর্থ হয়ে নিজের মোবাইলকে দোষ দিয়েছিলাম। তাই রাগে আজকে দুই বন্ধুর (দুইলক্ষ টাকা দামের) ২ টা পিসি এবং আমার ফোন দিয়ে চেষ্টা চালাই। ৮:০০-৮:৩৮ পর্যন্ত টানা ৩৮ পর্যন্ত চেষ্টা চালানোর পর রাগে পিসি বন্ধ করে দিয়ে আমার ফোন এ দেখি হটাৎ view seat লেখা ঢোকা মাত্র সিট সিলেক্ট পেমেন্ট কমপ্লিট। আলহামদুলিল্লাহ আমার ১১ হাজার টাকার ফোনেই ঢাকা টু লালমনিরহাট এর ২ টা টিকেট পেতে সক্ষম হই। আসলে এবার এত পরিমান বাজে অবস্থার সৃষ্টি হচ্ছে বলে প্রকাশ করতে পারবো নাহ। তারপরেও কি আর করার? ধর্য নিয়ে চেষ্টা চালিয়ে যান। টিকিট নামক ডায়মন্ড এর হরিণ পেতেও পারেন।
অনলাইনের এই ভোগান্তি থেকে মুক্তি পেতে অনেকেই কাউন্টারে গিয়ে দীর্ঘ লাইন দিয়ে টিকিট ক্রয় করছে। নোমান বিন সিদ্দিক নামে একজন লেখেন, আলহামদুলিল্লাহ! দীর্ঘ ১০ ঘন্টা সিরিয়ালে দাঁড়িয়ে সোনার হরিন ট্রেনের টিকিট পেলাম।
কেউ কেউ আবার সহজকে লক্ষ্য করে আক্রমণাত্বক পোস্ট ও দিয়েছে। মো. আমরান নামে একজন লেখেন, আজকে আবারও কয়েক কোটি টাকা হাতিয়ে নিবে সহজ।
এর আগে রেলমন্ত্রী নুরুল ইসলমা সুজন জানান, ২৩ এপ্রিল দেওয়া হবে ২৭ এপ্রিলের টিকিট, ২৪ এপ্রিল দেওয়া হবে ২৮ এপ্রিলের টিকিট, ২৫ এপ্রিল দেওয়া হবে ২৯ এপ্রিলের টিকিট, ২৬ এপ্রিল দেওয়া হবে ৩০ এপ্রিলের টিকিট এবং ২৭ এপ্রিল দেওয়া হবে ১ মের টিকিট।
ঈদকে সামনে রেখে শনিবার সকাল আটটা থেকে রাজধানীর পাঁচটি স্টেশনে (কমলাপুর, ফুলবাড়িয়া পুরান রেল স্টেশন, তেজগাঁও, ক্যান্টনমেন্ট ও বিমানবন্দর) অগ্রিম টিকিট বিক্রি বিকেল ৪টা পর্যন্ত চলবে।
বিভি/ এসআই
মন্তব্য করুন: