• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বাংলাদেশ-ডেনমার্কের মধ্যে জলবায়ু সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক সই

প্রকাশিত: ১৪:১৪, ২৫ এপ্রিল ২০২২

আপডেট: ১৪:১৭, ২৫ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
বাংলাদেশ-ডেনমার্কের মধ্যে জলবায়ু সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে জলবায়ু সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক সই হয়েছে। সোমবার (২৫ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন ও ডেনমার্কের উন্নয়নমন্ত্রী ফ্লেমিং মোলার মর্টেনসেন সমঝোতা স্মারকে সই করেন। 

এসময় ঢাকা সফররত ডেনমার্কের রাজকুমারী প্রিন্সেস ম্যারি এলিজাবেথ উপস্থিত ছিলেন। সমঝোতা অনুযায়ী জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন, ক্ষতিকর দিক মোকাবিলা ও জীববৈচিত্র রক্ষার বিষয়গুলো প্রাধান্য পাবে বলে জানানো হয়েছে।

বৈশ্বিক পরিবেশ রক্ষায় এই সমঝোতা স্মারক বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে কার্যকর সম্পৃক্ততা তৈরি করবে বলে আশা করেন ড্যানিশমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বলেছেন, এরমধ্য দিয়ে পরিবেশ রক্ষায় বাংলাদেশ ও ডেনমার্কের সদিচ্ছার প্রতিফলন ঘটবে। দু'দেশের সম্পর্ক বহুমুখীকরণে এই সমঝোতা স্বারক অবদান রাখবে বলে আশা করেন তিনি। 

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2