রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ, দ্বিতীয় দিনেও ট্রেনের শিডিউল বিপর্যয়

ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। দ্বিতীয় দিনেও ঘটেছে ট্রেনের সিডিউল বিপর্যয়। অনেকে সঠিক সময়ে ট্রেনে বসতে পারলেও কাউকে কাউকে অপেক্ষা করতে হয়েছে ঘণ্টার পর ঘণ্টা। কমলাপুর স্টেশনে ঘরমুখো মানুষের চোখে মুখে তবুও আনন্দের উচ্ছাস।
সাইফুল ইসলাম (৩৩) নামে একজন কমলাপুর রেলস্টেশনে এসেছেন পরিবারের সবাইকে বিদায় জানাতে। ছুটি মিলবে রবিবার, তাই পরিবারের সাথে যাওয়া হচ্ছে না বলে মন খারাপ। সাইফুলের মতো অনেকেই পরিবারের সাথে বাড়িতে যেতে পারছেন না।
কাজের জন্য দীর্ঘদিন এই শহরে থাকলেও ঈদের সময়টা যেনো গ্রামে পরিবার আর প্রিয়জনদের সাথে কাটানো যায়, এমন স্বপ্ন দেখেন অনেকেই। সেই স্বপ্ন যাবে বাড়ি, তাইতো আর দেরি সইছে না। তবে কর্মক্ষেত্র থেকে ছুটি না মেলা পর্যন্ত ঢাকাতে থাকতে হচ্ছে এরকম অনেক সাইফুলদের। কেউ কেউ আবার পরিবার-পরিজন ছেড়ে ঈদ করবেন ঢাকাতেই।
এদিকে কমলাপুর রেলস্টেশনে ভোর থেকেই ছিল মানুষের ভীড়। সকাল ৬টা ৪০ মিনিটে কমলাপুর থেকে নীলসাগর এক্সপ্রেস চিলাহাটীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকলেও করেছে বিলম্ব। উত্তরবঙ্গগামী আরো কয়েকটি ট্রেনে শিডিউল বিপর্যয় হলেও চট্টগ্রাম কিংবা দেওয়ানগঞ্জসহ অনেক রুটের ট্রেন ছেড়েছে সঠিক সময়ে। কমলাপুর থেকে ট্রেনের সিট কিছুটা ফাঁকা থাকলেও কানায় কানায় যাত্রীতে পূর্ণ হয়ে যায় বিমানবন্দর স্টেশনে।
বিভি/এজেড
মন্তব্য করুন: