বঙ্গবন্ধু সেতুতে তিনদিনে টোল আদায় ৯ কোটি টাকা

বঙ্গবন্ধু সেতু
ঈদুল ফিতর উপলক্ষে গত তিনদিনে বঙ্গবন্ধু সেতু দিয়ে এক লাখ ১৯ হাজার ৫৯৩টি যানবাহন পারাপার হয়েছে। এ সময়ে টোল আদায় হয়েছে ৮ কোটি ৯২ লাখ ৯১ হাজার ২৫০ টাকা।
সোমবার (২ মে) বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।
বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী বলেন, এবার ঈদে মহাসড়কে গাড়ির সংখ্যা ছিল বেশি। সেতুর সবগুলো টোল বুথ চালু ছিল। এছাড়া মোটরসাইকেলের জন্য টোলপ্লাজার দক্ষিণপাশে আলাদা দুটি টোল বুথ স্থাপন হয়েছে। গত তিনদিনে সেতুতে ৯ কোটির অধিক টাকা টোল আদায় হয়েছে।
বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূত্র জানায়, বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাত ১২টা থেকে শুক্রবার (২৯ এপ্রিল) রাত ১২ টা পর্যন্ত ৪২ হাজার ১৯৯টি যানবাহন পারাপার হয়েছে। এসময়ে মোট টোল আদায় হয়েছে ৩ কোটি ১৮ লাখ ৮ হাজার টাকা।
শুক্রবার (২৯ এপ্রিল) রাত ১২টা থেকে শনিবার (৩০ এপ্রিল) রাত ১২টা পর্যন্ত গাড়ি পারাপার হয়েছে ৪৩ হাজার ২৫৭টি। টোল আদায় হয়েছে ৩ কোটি ১৪ লাখ ৮৩ হাজার ৪৫০ টাকা।
শনিবার (৩০ এপ্রিল) রাত ১২টা থেকে রোববার (১ মে) রাত ১২টা পর্যন্ত ৩৪ হাজার ১৩৭টি যানবাহন পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে ২ কোটি ৫৯ লাখ ৯৯ হাজার ৮০০ টাকা।
বিভি/এইচএস
মন্তব্য করুন: