• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ঠিকঠাক ভোটার তালিকা না হলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না: সিইসি

প্রকাশিত: ১১:১৭, ১০ মে ২০২২

ফন্ট সাইজ
ঠিকঠাক ভোটার তালিকা না হলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না: সিইসি

ঠিকঠাক ভোটার তালিকা নাহলে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। ধৈর্য্য ও সততার সাথে নির্ভুল ভোটার তালিকা তৈরি করার তাগিদ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। মঙ্গলবার (১০ মে) সকালে কমিশনের প্রশিক্ষণ ভবনে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এই তাগিদ দেন।

কর্মশালায় সিইসি জানিয়েছেন  জাতীয় নির্বাচনসহ সব ধরনের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বদ্ধপরিক নির্বাচন কমিশন। আগামী কুমিল্লা সিটিসহ স্থানীয় নির্বাচনগুলো যাতে সুষ্ঠু হয় তার জন্য কমিশন সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন সিইসি কাজী হাবিবুল আউয়াল।

কর্মীদের উদ্দেশ্যে সিইসি বলেন, আগামী ২০ মে থেকে সারা দেশে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হচ্ছে। স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের পূর্বশর্ত স্বচ্ছ ভোটার তালিকা। সে জন্য আপনাদেরকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ করতে হবে। সে ক্ষেত্রে কোনো ভোটার যাতে বাদ না পড়ে সে দিকে লক্ষ্য রাখার নির্দেশ দেন তিনি।

ইসি সচিবের সভাপতিত্বে কর্মশালায় প্রধান কমিশনার ছাড়াও অন্য চার কমিশনার সহ কমিশনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2