তিন প্রকল্পে ৩৯০ কোটি টাকার দুর্নীতিঃ টিআইবির প্রতিবেদন

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবির গবেষণা প্রতিবেদনে জানানো হয়েছে- বরিশাল কয়লাভিক্তিক বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি এলএনজি বিদ্যুৎ কেন্দ্রসহ তিনটি প্রকল্পে ৩৯০ কোটি ৪৯ লাখ টাকার দুর্নীতি হয়েছে। টিআইবির নির্বাহি পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, বিদ্যুৎ খাতে অনিয়ম এবং দুর্নীতি হয়েছে একটি বিশেষ মহলকে সুবিধা দেয়ার জন্য। বুধবার (১১ মে) সকালে এক ওয়েবিনারে এই মন্তব্য করেন তিনি।
বাংলাদেশের জ্বালানী খাতকে টেকসই ও নির্ভরশীল করতে এলএনজি ও কয়লাভিত্তিক বেশ কয়েকটি মেগা প্রকল্প নিয়েছে সরকার। এর মধ্যে ১৮টি প্রকল্প থেকে ২০৩০ সাল নাগাদ ১ লাখ ১০ হাজার টন কার্বন নি:সরণের আশঙ্কা করে টিআইবি গবেষনা প্রতিবেদনে বলছে, এসব মেগা প্রকল্পের আশেপাশের ক্ষতিগ্রস্ত জনগন প্রতিবাদ করলেও তাদের সাথে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। এছাড়া উন্নত দেশের অব্যবহৃত কয়লা প্রযুক্তির ডাম্পিং ক্ষেত্র হিসেবে বাংলাদেশকে ব্যবহার করা হয়েছে বলেও গবেণায় উঠে আসে।
ওয়েবিনারে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, এলএনজি ও কয়লার ওপর নির্ভরতা কমাতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের দিকে যেতে হবে।
কোনো সংক্ষুব্ধ ব্যক্তি চাইলে এসব তথ্যসহ আইনি সহায়তা দিতে টিআইবি পাশে থাকবে বলেও আশ্বস্ত করেন টিআইবির এই কর্তা ব্যক্তি।
বিভি/রিসি
মন্তব্য করুন: