বিএনপি নির্বাচনে অংশ নিবে: দীপু মনি

বিএনপি গতবারও অনেক কথা বলে শেষ পর্যন্ত নির্বাচনে গিয়েছে, তাই এবারও অংশ নিবে নির্বাচনে। সবদলের অংশ গ্রহণে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বুধবার (১১ মে) বিকালে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
আরও পড়ুন:
দীপু মনি বলেন, মানুক না মানুক বিএনপি যেহেতু গণতন্ত্রের কথা বলে, তাই নির্বাচনে শেষ পর্যন্ত যাবে। আওয়ামী লীগ নির্বাচন ছাড়া কোনদিন দেশ পরিচালনায় যায়নি। তাই সবদলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনে সবদল যাবে।
দীপু মনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকল্পগুলোতে দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নিয়ম না জানার কারণে, যে অনিয়ম হয়, তা শেখানোর জন্য উদ্যোগ নেওয়া হয়।
বিভি/এআর/এএন
মন্তব্য করুন: