শ্রীলংকায় বাংলাদেশিদের জন্য হটলাইন চালু

জরুরি যে কোন প্রয়োজনে বাংলাদেশিদের যোগাযোগের জন্য হট লাইন চালু করেছে শ্রীলংকায় অবস্থানরত বাংলাদেশ হাইকমিশন। বুধবার (১১ মে) হাইকমিশনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
হাইকমিশন বলছে, যে কোন প্রয়াজনে শ্রীলংকায় বসবাসরত বাংলাদেশীরা বাংলাদেশ হাইকমিশনের ০৭৪২১৫৮৭৫০, ০৭১২৪০৬৩১৩ নম্বরে যোগাযোগ করতে পারবেন।
জানা গেছে, শ্রীলংকার বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন দেশ তাদের নাগরিকদের শ্রীলংকা ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে। বাংলাদেশ নিষেধাজ্ঞা না দিলেও শ্রীলংকায় বসবাসরত বাংলাদেশিদের জন্য জরুরি যোগাযোগের জন্য হটলাইন চালু করা হয়েছে।
বিভি/এসআই
মন্তব্য করুন: