• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

হাসপাতাল থেকে ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত সোমবার 

হার্টে এটম বোম নিয়ে ঘুরে বেড়ায় ক্যাসিনো সম্রাট!

প্রকাশিত: ১৪:১২, ১২ মে ২০২২

আপডেট: ১৪:২২, ১২ মে ২০২২

ফন্ট সাইজ
হার্টে এটম বোম নিয়ে ঘুরে বেড়ায় ক্যাসিনো সম্রাট!

যুবলীগের বহিস্কৃত নেতা সম্রাটের শারীরিক অবস্থা নিয়ে কথা বলছেন পি জি হাসপাতালের পরিচালক

জামিনে মুক্তি পাওয়া যুবলীগের বহিস্কৃত নেতা ইসমাইল হোসেন সম্রাটকে হাসপাতাল থেকে ছাড়ার বিষয়ে আগামী সোমবার সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড।

বৃহস্পতিবার (১২ মে) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কর্তৃপক্ষ আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম খান সম্রাটের মুক্তি পাওয়ার বিষয়ে বলেন, গতকাল জামিন পেলেও আজ তাকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। 

হৃদরোগে আক্রান্ত সম্রাট এই হাসপাতালে দেড় বছরের বেশি সময় চিকিৎসা নিয়েছে। এখন সুস্থ মনে হলেও তিনি একেবারে ঝুঁকিমুক্ত নন বলে জানিয়ে চিকিৎসক বলেন হার্টে একটা এটম বোম নিয়ে ঘুরে বেড়ায় সম্রাট। পরিবার চাইলে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে নিতে পারবেন। তবে সোমবার মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর সেটা নির্ভর করছে বলেও জানিয়েছেন চিকিৎসকরা। 

২০১৯ সালে ৬ অক্টোবর গ্রেপ্তার হবার পর তার বিরুদ্ধে ৪টি মামলা দায়ের করা হয়। বুধবার (১১ মে) সবশেষ দুর্নীতি মামলায়ও জামিন পায় সম্রাট।

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2