সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরে নতুন বিধি নিষেধ

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর বন্ধ, এক্সপোজার ভিজিট এবং শিক্ষা সফর ও সেমিনারে অংশ নেয়া যাবে না। বৃহস্পতিবার (১২ মে) অর্থ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব মোহাম্মদ শওকত উল্লাহ স্বাক্ষরিত ওই পরিপত্রে বলা হয়েছে, করোনা পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধার ও বৈশ্বিক সংকটের কারণে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার এক্সপোজার ভিজিট/স্টাডি ট্যুর/এপিএ ও ইনোভেশনের আওতাভুক্ত ভ্রমণ এবং ওয়ার্কশপ/সেমিনারে অংশগ্রহণসহ সব প্রকাশ বৈদেশিক ভ্রমণ বন্ধ থাকবে।
এ আদেশ উন্নয়ন বাজেট ও পরিচালন বাজেট উভয় ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং অবিলম্বে কার্যকর হবে বলেও পরিপত্রে উল্লেখ করা হয়েছে।
গতকাল বুধবারেই অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছিলেন, বিশেষ প্রয়োজন ছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বিদেশ যেতে পারবেন না। আজ সেটার পরিপত্রও প্রকাশ হলো।
এদিকে আন্তর্জাতিক শ্রম সম্মেলনে অংশ নিতে বাংলাদেশের ৪৩ জন প্রতিনিধির জেনেভায় যাওয়ার কথা রয়েছে। ১৬ দিনের সফরে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। সঙ্গে থাকবেন তার মেয়ে, জামাতা ও চাচাতো ভাইও। শুধু প্রতিমন্ত্রী নন, মন্ত্রণালয়ের তিনজন কর্মকর্তা তাদের স্ত্রী-সন্তানদের নিয়ে জেনেভায় যাচ্ছেন। বহরে আরও থাকছেন দুজন সংসদ সদস্য, আওয়ামী লীগ নেতা, কয়েকজন শ্রমিকনেতা ও কয়েকটি সরকারি দপ্তরের কর্মকর্তা।
১৬ দিনের সফরে যে ৪৩ যাবেন তার মধ্যে ২৫ জনের খরচ বহন করার কথা ছিলো সরকারের। কিন্তু নতুন এই পরিপত্র জারি হওয়ায় শ্রম সম্মেলনে মন্ত্রী-প্রতিমন্ত্রী কিংবা সরকারি কর্মকর্তাদের বিদেশ যাওয়ার পথ বন্ধ হয়ে গেলো।
বিভি/এজেড
মন্তব্য করুন: