বিএনপির জাতীয় ঐক্য মানেই তামাশা: কাদের

ঐক্যের নামে বিএনপির যে ডাক, তাকে নতুন তামাশার সাথে তুলনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার (১৪ মে) মাগুরা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে রাজধানীতে নিজ বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্যে এই কথা বলেন তিনি।
বিএনপির নিজের ঘরেই ঐক্য নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দলীয় নেত্রীকে মুক্তির জন্য যারা দেখানোর মত মিছিল করতে পারেনি তাদের মুখে আন্দোলনের কথা মানায় না। তারা আগে নিজের ঘর ঠিক করুক, তারপর জাতীয় ঐক্যের কথা ভাবুক।
ওবায়দুল কাদের বলেন, সরকারের অগ্রযাত্রা বিএনপির পথে কালো ছায়ার সৃষ্টি করেছে। তিনি বলেন, নির্বাচনে ব্যর্থতার দায়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গোপসাগরে ঝাঁপ দিয়ে ভাসতে ভাসতে এখন শ্রীলঙ্কা দ্বীপে পৌঁছেছে।
শ্রীলঙ্কা প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, দেশের মানুষের খুশিতে মির্জা ফখরুলদের মন খারাপ হয়ে যায়। তারা জনগণের ভালো দেখতে পারে না।জনগণ ও দেশের ভালো কিছু দেখলেই তাদের গা জ্বালা করে।
মাগুরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আবদুল ফাত্তাহর সভাপতিত্বে সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ, আবদুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম ও সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।
বিভি/এসআই
মন্তব্য করুন: