• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রাত ৮ টার পর রাজধানীর দোকানপাট বন্ধ চান ডিএসসিসি মেয়র

প্রকাশিত: ১৪:৩৫, ১৬ মে ২০২২

আপডেট: ১৪:৩৭, ১৬ মে ২০২২

ফন্ট সাইজ
রাত ৮ টার পর রাজধানীর দোকানপাট বন্ধ চান ডিএসসিসি মেয়র

রাজধানীর যানজট নিয়ন্ত্রণে রাত ৮টার পর পরই দোকান বন্ধ চান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

সোমবার (১৬ মে) বেলা সাড়ে ১১১টার দিকে ডিএসসিসি নগরভবনে দায়িত্ব গ্রহণের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

ডিএসসিসি মেয়র বলনে, রাত ৮টার পর দোকানপাট বন্ধ করলে যানজট কিছুটা নিয়ন্ত্রণে আসবে। এছাড়াও বেশকিছু ভালো দিক আছে। এটি কার্যকর করতে পারলে, আমরা পরিবারকে আরও বেশি সময় দিতে পারবো। পারিবারিক বন্ধন আরও দৃঢ় হবে।

তিনি বলেন, এখন দেখা যায়, অনেক ব্যবসায়ী তার প্রতিষ্ঠান মধ্যরাত পর্যন্ত খুলে রাখেন। বাড়ি ফিরতেও দেরি করেন। রাত ৮টার পর দোকানপাট বন্ধ হয়ে গেলে শহরের যানজট নিয়ন্ত্রণে চলে আসবে। আমরা এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করবো।

এসময় উপস্থিত ছিলেন ডিএসসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহম্মদ ও অন্যান্য বিভাগের কর্মকর্তা এবং করপোরেশনের কাউন্সিলররা।

বিভি/এসএইচ/এএন

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2