‘জুনের শেষ সপ্তাহে পদ্মাসেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী’

আসন্ন জুন মাসের শেষ সপ্তাহে পদ্মাসেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। আজ বৃহস্পতিবার (১৯ মে) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় বৈঠকটি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, পদ্মা সেতু নিয়ে মন্ত্রিসভার বৈঠকে কথা হয়েছে। আজ যে বিষয় নিয়ে আলোচনা হয়েছে, আমাদের মনে হচ্ছে আগামী চার-পাঁচদিনের মধ্যে প্রধানমন্ত্রী নিজেই উদ্বোধনের বিষয়টি স্পষ্ট করবেন।
খন্দকার আনোয়ারুল ইসলাম আরও বলেন, জুন মাসের শেষে পদ্মা সেতু উদ্বোধন হচ্ছে, এটাতো উনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) বলেই দিয়েছেন। আমরাও এ জন্য প্রস্তুত আছি, ইনশাআল্লাহ। আশা করছি, শেষ সপ্তাহের আগে সেতুও প্রস্তুত হয়ে যাবে।
বিভি/এজেড
মন্তব্য করুন: