• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

দেশে মাঙ্কিপক্স শনাক্তের খবরটি মিথ্যা: বিএসএমএমইউ

প্রকাশিত: ০৮:৫২, ২৪ মে ২০২২

ফন্ট সাইজ
দেশে মাঙ্কিপক্স শনাক্তের খবরটি মিথ্যা: বিএসএমএমইউ

দেশে মাঙ্কিপক্স আক্রান্ত একজন শনাক্ত হয়েছে বলে যে খবরটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেটি মিথ্যা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)  উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার (২৩ মে) রাতে তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো মাঙ্কিপক্স রোগী পাওয়া যায়নি। কে বা কারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই গুজবটি ছড়িয়েছে। মাঙ্কিপক্স রোগ নিয়ে এত দুশ্চিন্তা করার কিছু নেই।

তিনি আরও জানান, আগামী বৃহস্পতিবার মাংকিপক্স নিয়ে সেমিনার করব, সেখানে এই রোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

বিএসএমএমইউ কর্তৃপক্ষ বলছে, মাঙ্কিপক্স শনাক্তের এরকম তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব। উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেউ প্রতিষ্ঠানটির নাম ব্যবহার করে এমন কাজ করেছে। এতে সমাজে আতঙ্ক ছড়িয়ে পড়তে পারে। এ ধরনের সংবাদ প্রকাশ, প্রচার বা শেয়ার করা থেকে বিরত থাকার অনুরোধও জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এর আগে, সোমবার বিকেলে নোয়াখালী সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. আসিফ ওয়াহিদের সূত্র দিয়ে ফেসবুকে সর্বপ্রথম মাঙ্কিপক্স শনাক্তের গুজব ছড়ানো হয়। এরপর বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি ছড়িয়ে যায়। ডা. আসিফ ওয়াহিদ ৩৯তম বিসিএসের স্বাস্থ্য ক্যাডার।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2