• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

 পাঁচ লাখ ডলার পাচ্ছে ইউক্রেনে নিহত হাদিসুরের পরিবার 

প্রকাশিত: ১৯:২১, ২৫ মে ২০২২

ফন্ট সাইজ
 পাঁচ লাখ ডলার পাচ্ছে ইউক্রেনে নিহত হাদিসুরের পরিবার 

পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ পাচ্ছেন ‘এম ভি বাংলার সমৃদ্ধি' জাহাজে নিহত থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের পরিবার। নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিএসসির পরিচালনা পর্ষদের ৩১২তম বৈঠকে এসব তথ্য জানানো হয়।

ইউক্রেনের অলভিয়া বন্দরে ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় ‘এম ভি বাংলার সমৃদ্ধি’। বীমা কোম্পানি আগামী মাসের মধ্যে এই টাকা হাদিসুরের পরিবারকে পরিশোধ করবে বলে জানান নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম। 

ঔই সময় জাহাজে থাকা অন্য সদস্যদের সাত মাসের বেতন প্রদান করা হবে। পাশাপামি হাদিসুরের ভাইকে চাকরির সুযোগ দিয়েছে বিএসসি। 
নৌ-পরিবহন সচিব মোস্তফা কামাল, স্বতন্ত্র পরিচালক প্রফেসর এম শাহজাহান মিনা, স্বতন্ত্র পরিচালক ড. আবদুর রহমান, বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর এসএম মনিরুজ্জান, অর্থ বিভাগের যুগ্ম পরিচালক নাসিমা পারভীন, ড. পীযূষ দত্ত ও মোহাম্মদ ইউসুফ সভায় উপস্থিত ছিলেন। 

বিভি/এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2