৭৫ সালে বিপথগামীরা যা করে পাকিস্তানিরাও সেটার সাহস পায়নি: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধু, জাতীয় পতাকা, স্বাধীনতাকে নিয়ে কটুক্তিকারীদের বিচারের জন্য একটি আইন থাকা জরুরি। মঙ্গলবার (৩১ মে) সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন "বিএসআরএফ" সংলাপে তিনি এ কথা বলেন ।
আইনমন্ত্রী বলেন, ৭৫ সালে কয়েকজন বিপথগামী বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে যা পাকিস্তানিরাও করার সাহস করেনি। তাঁকে নিয়ে অনেকেই যেসব মন্তব্য করেন তা বিচারের আওতায় আসা উচিত।
আনিসুল হক বলেন, সোশ্যাল মিডিয়ার শৃঙখলা রাখার জন্যই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের প্রয়োজন রয়েছে, এটি স্বাধীন সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করে না। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে চাইলেই এখন কেউ থানায় বা আদালতে গিয়ে মামলা করতে পারবে না। আইসিটি মন্ত্রনালয়ের সেল খতিয়ে দেখার ফলে এই আইনের অপব্যবহার এবং মামলার সংখ্যা কমে এসেছে বলে জানান আনিসুল হক।
আরও পড়ুন:
বিভি/এজেড
মন্তব্য করুন: