বিদ্যুতের দাম বাড়ছে না, সমন্বয় করা হচ্ছেঃ বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিদ্যুতের দাম বাড়ছে না, সমন্বয় করা হচ্ছে। তবে তা কতটা সহনীয় রাখা যায় তাই দেখা হচ্ছে।
আরও পড়ুন:
- ‘লেবাস পরিবর্তন করে শিবিরের ছেলেরা ছাত্র অধিকার পরিষদে যোগ দিয়েছে’
- বিপুল পরিমাণ ইউএস ডলার পাচারকালে বাংলাদেশি ও তুর্কি যাত্রী আটক
জাতীয় প্রেসক্লাবে কনজুমারস এসোসিয়েশন আব বাংলাদেশের প্রস্তাবিত জ্বালানী রূপান্তর নীতি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, টার্গেট ঠিক করা আছে, কাদের ভর্তুকি দেবেন। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারনে জ্বালানীর দাম ঠিক রাখা কঠিন।
অনুষ্ঠানে ক্যাবের পক্ষ থেকে বিশেষজ্ঞরা বলেন, এলএনজি আমদানির ফলে জ্বালানীর দাম বাড়ছে। দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাড়লেও তা সরবরাহের সক্ষমতা এখনো বাড়ানো যায়নি। বিশেষজ্ঞরা বলেন, নির্বাচনকে সামনে রেখে বিদ্যুতের দাম বাড়ালে সেটা সরকারের বিপক্ষে যাবে। তারা বলেন, জ্বালানী খাতে অব্যবস্থাপনা কমাতে পারলে ভর্তুকির পরিমাণ কমবে বলে মনে করে ক্যাব।
বিভি/রিসি
মন্তব্য করুন: