পদ্মা সেতুঃ উন্নয়ন ও যোগাযোগের বৈপ্লবিক পরিবর্তন আনবে খুলনাবাসীর (ভিডিও)
পদ্মা সেতু উদ্বোধনের পর খুলনাঞ্চলে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। সূচনা হবে নতুন নতুন শিল্পের। ধরা দেবে কর্মসংস্থানের অপার সম্ভাবনা। অভাবনীয় প্রসার ঘটবে মংলা বন্দরের। সেই সাথে যোগাযোগ ব্যবস্থার পরিবর্তনের সুফল পাবে প্রান্তিক কৃষক ও মৎস্যজীবী।
আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর খুলনা থেকে ঢাকা পৌঁছানোর সময় কল্পনাতীতভাবে কমে আসবে। এর ফলে ঘুরে দাঁড়াবে কৃষি খাত। মৃত শিল্প নগরী খুলনায় তরতর করে গড়ে উঠবে নতুন নতুন কল কারখানা। বঞ্চনা ঘুচে ঘুরে দাঁড়াবে মংলা বন্দর। আর বহুমুখী কাজের ক্ষেত্র বদলে দেবে এই অঞ্চলের মানুষের জীবনমান।
পদ্মা সেতুর সাফল্যে উন্নয়নের পাশাপাশি যোগাযোগ মাধ্যমের বৈপ্লবিক পরিবর্তন নিয়ে ব্যাপক আশাবাদী সেতু বাস্তবায়নের দাবি নিয়ে আন্দোলনকারীরা।
স্বপ্নের পদ্মা সেতু নিয়ে সাধারণ মানুষের মধ্যে বইছে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানোর পাশাপাশি কৃতজ্ঞতা জানিয়েছেন খুলনাবাসী।
বিভি/রিসি
মন্তব্য করুন: