• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

খাগড়াছড়িতে সাবেক এমপির বাড়িতে হামলা, ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগ

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১২:১৫, ৪ জুন ২০২২

ফন্ট সাইজ
খাগড়াছড়িতে সাবেক এমপির বাড়িতে হামলা, ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগ

খাগড়াছড়িতে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়ার বাসভবনে হামলা, ভাঙচুর এবং গাড়িতে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। একইসঙ্গে ভাঙচুর চালানো হয় বাংলাভিশনের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি এইচ এম প্রফুল্লর বাড়িতেও। এই ঘটনায় সন্ত্রাসীদের হামলায় অন্তত ৫ জন আহত হয়েছেন।

শনিবার (৪ জুন) সকালে অতর্কিত এই হামলার ঘটনা ঘটে।  হামলার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছে বিএনপি।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার অভিযোগ করেন, সকালে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত কর্মসূচিতে মিছিল নিয়ে যাওয়ার সময় প্রায় ৩ থেকে ৪শ’ নেতাকর্মী নিয়ে মিছিলটির একটি অংশ কলাবাগান এলাকায় ঢুকে হামলা চালায়।

এ সময় পুলিশ নিরব দশককের ভুমি পালন করে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে হামলার অভিযোগ অস্বীকার করেছেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী।

তবে বার বার চেষ্টা করলেও এ বিষয়ে কথা বলতে রাজি হননি খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রশীদ।

বিভি/কেএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2