• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সীতাকুন্ডে কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ১৫

প্রকাশিত: ০৮:১৯, ৫ জুন ২০২২

আপডেট: ১৫:৫৮, ৫ জুন ২০২২

ফন্ট সাইজ
সীতাকুন্ডে কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ১৫

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ভয়াবহ ডিপোতে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিস কর্মীসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়ে দুই শতাধিক। রোববার (৫ জুন) সকালে চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালকুদার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। 

জানা গেছে, রোববার সকালে ২ ফায়ার ফাইটারের মরদেহ উদ্ধার করা হয়েছে, আরও ৩ জন কর্মী নিখোঁজ রয়েছেন। লাশ দুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতদের মধ্যে তিন জনের নামপরিচয় জানা গেছে। এরা হলেন, ডিপোর আইসিটি কাউন্টারে কর্তব্যরত মবিনুল হক, মহিউদ্দিন (২৪) ও হাবিবুর রহমান (২৩)। মবিনুল ও মহিউদ্দিন বাড়ি বাঁশখালী উপজেলায় এবং হাবিবুরের বাড়ি ভোলায়।


চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী গণমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে দেড়শ জনের জনের মতো আহত হয়েছে মনে হলেও আহত আরও অনেক বেশি হয়েছে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার গণমাধ্যমকে বলেন, চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে শনিবার রাত ১১টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। 

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২৪ একর জায়গাজুড়ে বিস্তৃত এ কনটেইনার ডিপো। মূলত এখান থেকে বিভিন্ন রপ্তানি পণ্য বিদেশে পাঠানো হয়। ডিপোটিতে ৫০ হাজারের বেশি কনটেইনার মজুত ছিল। এসব কনটেইনারে কেমিক্যাল ও গার্মেন্টস পণ্য রয়েছে। এখানে কর্তব্যরত
বেশিরভাগ লোকই চট্টগ্রামের বাঁশখালীর বাসিন্দা।

বিভি/এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2