আহতদের প্রয়োজনীয় চিকিৎসার নির্দেশনা প্রধানমন্ত্রীর

চট্টগ্রামের সীতাকুন্ডে অগ্নিকান্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৫ জুন) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক শোক বার্তায় এ তথ্য জানানো হয়। শোক বার্তায় নিহতদের মাগফেরাত কামনা করেন তিনি। প্রধানমন্ত্রী আহতদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়ার নির্দেশনা দিয়ে দলীয় নেতাকর্মীসহ দল মত নির্বিশেষে সকলকেই পাশে থাকার আহ্বান জানান।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার গণমাধ্যমকে বলেন, চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে শনিবার রাত ১১টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২৪ একর জায়গাজুড়ে বিস্তৃত এ কনটেইনার ডিপো। মূলত এখান থেকে বিভিন্ন রপ্তানি পণ্য বিদেশে পাঠানো হয়। ডিপোটিতে ৫০ হাজারের বেশি কনটেইনার মজুত ছিল। এসব কনটেইনারে কেমিক্যাল ও গার্মেন্টস পণ্য রয়েছে। এখানে কর্তরত বেশিরভাগ লোকই চট্টগ্রামের বাঁশখালীর বাসিন্দা।
বিভি/এসআই
মন্তব্য করুন: