• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সীতাকুণ্ডে আগুন আবারও বেড়েছে: ফায়ার সার্ভিস

প্রকাশিত: ২০:১৪, ৬ জুন ২০২২

আপডেট: ২০:৪৫, ৬ জুন ২০২২

ফন্ট সাইজ
সীতাকুণ্ডে আগুন আবারও বেড়েছে: ফায়ার সার্ভিস

ছবি: ফাইল ফটো

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে সোমবার (৬ জুন) সন্ধ্যায় আবারও আগুন বেড়েছে। এখনও বেশ কয়েকটি কনটেইনার দাউ দাউ করে জ্বলছে। আগুন লাগার ৪৫ ঘণ্টা পার হলেও তা নিয়ন্ত্রণে আসেনি। 

ফায়ার সার্ভিস বলছে, টানা ৪৫ ঘণ্টা ধরে কাজ করেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুনের মাত্রা অতিরিক্ত থাকায় দমকলকর্মীরা ক্লান্ত হয়ে পড়েছেন।
ফায়ার সার্ভিসের পাঁচটি বড় ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। চারটি কেমিক্যালযুক্ত কনটেইনার সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে। ফায়ার সার্ভিসের এক কর্মী জানান, কিছুক্ষণ পর পর বিশ্রাম নিয়ে তারা কাজে যোগ দিচ্ছেন।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত মানুষের সংখ্যার তথ্য সংশোধন করেছে জেলা প্রশাসন ও সিভিল সার্জন। সিভিল সার্জন মারা যাওয়ার সংখ্যা ৪৯ থেকে ৪১-এ নামিয়ে এনেছেন। পাশাপাশি জেলা প্রশাসনও এখন বলছে ৪১ জনের মৃত্যু হয়েছে। সিভিল সার্জন ও জেলা প্রশাসন বলছে, আগের ৪৯ জনের তথ্য ভুল ছিল।
 

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2