পদ্মা সেতু দিয়ে হেঁটে কিছু সময় যাতায়াত করা যাবে: সেতুমন্ত্রী

আগামী ২৫ জুন সকাল ১০টায় উদ্বোধন পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দিন সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। পদ্মা সেতু উদ্বোধনের দিন কিছু সময়ের জন্য পায়ে হেঁটে যাতায়াতের সুযোগ দেওয়া হতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বুধবার (৮জুন) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে খুলনা ও বরিশাল বিভাগ, বৃহত্তর ফরিদপুর ও মুন্সীগঞ্জের নেতা-কর্মী ও নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন মন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, '২৫ তারিখে কোনো গাড়ি পদ্মাসেতুর ওপর দিয়ে যাবে না। ২৬ তারিখে সময় জানিয়ে দেওয়া হবে, তারপর থেকে টোল দিয়ে পার হতে হবে'।
তিনি বলেন, ‘উদ্বোধনের দিন (২৫ জুন) কিছু সময়ের জন্য খোলা হতে পারে, তবে তা এখনও নিশ্চিত না। সেদিন পায়ে হেঁটে যাতায়াত করতে পারবেন। এমন সময়সীমা দেওয়ার চিন্তাভাবনা আছে।'
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের নেতাকর্মীদের সতর্ক করে বলেন, 'অনেক ঘটনা ঘটছে। জানি না চট্টগ্রামের এই কন্টেইনার ডিপোর অগ্নিকাণ্ড নাশকতা কি না!'
তিনি বলেন, 'পদ্মা সেতুর উদ্বোধনকে সামনে রেখে এ ধরনের অন্তর্ঘাত করার ষড়যন্ত্র আছে। এমনকি উদ্বোধনের দিনেও একটা ঘটনা ঘটানোর জন্য অনেকে মরিয়া হয়ে চেষ্টা করছে। আমাদের সাবধান থাকতে হবে। সবাই সতর্ক থাকবেন। যাতে শত্রুরা ভেতরে ঢুকে কোনো ধরনের নাকশতা ও অন্তর্ঘাত না করতে পারে। এই কথাটা বলার জন্য আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি।'
তিনি বলেন, '২৫ জুন ১৫ কিংবা ২০ লাখও দর্শনার্থী হতে পারে। কি হবে সেটা এখন বলতে পারবো না। তবে, জনতার ঢল নামবে এটা বলতে পারি। পদ্মা সেতু ও শেখ হাসিনাকে দেখতে আসবে সবাই। এই দুটোই তো আকর্ষণ।'
ওবায়দুল কাদের বলেন, 'পদ্মা সেতুর সব কৃতিত্ব আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার। শেখ হাসিনার অসীম সাহসের সোনালী ফসল, সততার প্রতীক।'
মন্তব্য করুন: