• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সর্বসাধারণের জন্য পদ্মা সেতু খুলছে ২৬ জুন

প্রকাশিত: ২১:৫৮, ৮ জুন ২০২২

আপডেট: ২১:৫৯, ৮ জুন ২০২২

ফন্ট সাইজ
সর্বসাধারণের জন্য পদ্মা সেতু খুলছে ২৬ জুন

উদ্বোধনের দিন কোনো গাড়ি সেতুর ওপর দিয়ে যাবে না। ২৬ তারিখ সকালে গাড়ি চলাচলের সময় জানিয়ে দেওয়া হবে, তারপর থেকে টোল দিয়ে পার হতে হবে। অর্থাৎ ২৬ জুন থেকে পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল করতে পারবে বলে জানিয়েছন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (৮ জুন) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে এক মতবিনিময় সভায় এ কথা জানিয়েছেন সেতুমন্ত্রী। সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক প্রমুখ। এ সময় সেতুমন্ত্রী জানান, আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন করবেন। সেতু উদ্বোধনের জন্য এখন থেকেই নানা রকম প্রস্তুতি নিচ্ছে সেতু বিভাগ এবং পদ্মা সেতু কর্তৃপক্ষ।

বুধবার সকালে সেতু বিভাগের সচিব মনজুর হোসেন জানান সেতু উদ্বোধন শেষে প্রধানমন্ত্রীর চলে যাওয়ার পর যে কোনো সময় প্রজ্ঞাপন বা গণবিজ্ঞপ্তি জারি করা হবে। প্রজ্ঞাপনের পরই পদ্মা সেতু সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। যা হতে পারে পরদিন ২৬ জুন ভোর বা দিনের যে কোনো সময় থেকে।

সচিব আরও জানান, সেতুটির উদ্বোধন উপলক্ষে দুটি অনুষ্ঠান হবে। একটি মাওয়া প্রান্তে, অন্যটি জাজিরা প্রান্তে। মাওয়া প্রান্তে হবে সুধী সমাবেশ। যেখানে শুধু প্রধানমন্ত্রী কথা বলবেন। তারপর মাওয়া প্রান্তে উদ্বোধনী ফলক ও ম্যুরাল উদ্বোধন করবেন তিনি। এরপর পদ্মা সেতু পার হয়ে বেলা ১১টায় তিনি জাজিরা প্রান্তের সমাবেশে যোগ দেবেন। ওপাশেও একটি উদ্বোধনী ফলক ও ম্যুরাল থাকবে, সেটিও উদ্বোধন করবেন। অনুষ্ঠানগুলো টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2