• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বাজারের অস্থিরতা বন্ধ করার কথা দিলেন অর্থমন্ত্রী

প্রকাশিত: ১৯:৩৯, ১০ জুন ২০২২

ফন্ট সাইজ
বাজারের অস্থিরতা বন্ধ করার কথা দিলেন অর্থমন্ত্রী

নিত্যপণ্যের বাজারের অস্থিরতা বন্ধ করা হবে বলে কথা দিয়েছেন অর্থমন্ত্রী। তিনি বলেছেন, সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে যাতে বাজার অস্থির না হয়। তিনি বলেন, ‘কথা দিচ্ছি বাজারের অস্থিরতা বন্ধ করা হবে। যারা পণ্যমূল্য নিয়ন্ত্রণ বা বাজারের সঙ্গে যুক্ত তারা কাজ করবে। ব্যর্থ হবে (ফেইল করবে) না।’

শুক্রবার (১০ জুন) বিকাল ৩টা ১০ মিনিটে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অর্থ মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ সময় বর্তমানে বাজার নিয়ে অস্থিরতা সারা বিশ্বে উল্লেখ করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, 'করোনা পরে ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বে ৩০ শতাংশ পণ্যমূল্য বেড়ে গেছে।’

তিনি বলেন, ‘মূল্যস্ফীতিও যাতে না বাড়ে সে দিকে খেয়াল রাখা হবে। আমদানিকৃত পণ্যের দাম বাড়লে ও অভ্যন্তরীণ চাহিদা বেড়ে গেলে মূল্য স্ফীতি বেড়ে যায়। তাই বাজেটে বড় লক্ষ্য নির্ধারণ করা হচ্ছে যাতে মানুষের চাহিদা মিটিয়ে যায়। এরপরও বাজেটে ট্যাক্স কমানো হয়েছে ব্যবসা সম্প্রসারণের জন্য। মানুষ ব্যবসা করে লাভ করার জন্য। তাই আমরাও চাই মানুষ ব্যবসা-বাণিজ্য করুক।’

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2