• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মোহাম্মদপুরে ওসিকে মারধর

প্রকাশিত: ২০:৫৭, ১০ জুন ২০২২

আপডেট: ২১:১৫, ১০ জুন ২০২২

ফন্ট সাইজ
মোহাম্মদপুরে ওসিকে মারধর

মোহাম্মদপুর থানার ওসি আবুল কালাম আজাদকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় ১০ মিনিটের মধ্যে বিক্ষোভ শেষ করতে বলায় কয়েকটি ইসলামি সংগঠনের নেতারা তার ওপর হামলা চালায়। শুক্রবার (১০ জুন) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন থানার ইনস্পেক্টর (তদন্ত) মোহাম্মদ কামরুজ্জামান।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জুম্মা নামাজের কিছুক্ষণ পর ঢাকা উদ্যান এলাকায় ইসলামি দলগুলো বিক্ষোভ শুরু করে। তখন মোহাম্মদপুর ১০ মিনিটের মধ্যে বিক্ষোভ শেষ করতে ওসি আবুল কালাম তাদের অনুরোধ করেন। তিনি পাঞ্জাবি পরিহিত ছিলেন। কথা বলে চলে যাওয়ার সময় পেছন থেকে তার ওপর হামলা করে বিক্ষোভকারীরা।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান বলেন, আবুল কালাম আজাদ মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। তারপর আগারগাঁওয়ের নিউরো সায়েন্স হাসপাতালে নেওয়া হয়। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন।

এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। ওসির শারীরিক অবস্থা ভালো আছে। তিনি শঙ্কামুক্ত।

বিভি/এনএ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2