প্রগতি সরণিতে আগুনে পুড়লো বাস

দুর্বৃত্তদের দেওয়া আগুনে রাজধানীর প্রগতি সরণিতে একটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে। শুক্রবার সন্ধ্যায় প্রগতি সরণির কোকাকোলা মোড়ে তুরাগ পরিবহণের একটি বাসে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী জানান, সন্ধ্যা পৌনে ৭টার দিকে কোকাকোলা মোড়ে কিছু লোক হঠাৎ তুরাগ পরিবহণের একটি বাসে আগুন দেয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কি-না তা জানা যায়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নেভাতে চেষ্টা করে। কিন্তু ততক্ষণে বাসটি সম্পূর্ণ পূড়ে যায়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের অপারেটর মো. শাহাদাত বলেন, ‘সন্ধ্যায় আগুন লাগার খবর আসে। দ্রুত আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে আগুন নিয়ন্ত্রণে আনে।’
মন্তব্য করুন: