আইনমন্ত্রী করোনায় আক্রান্ত

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শনিবার (১১ জুন) আইন মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মো. রেজাউল করিম এ তথ্য সাংবাদিকদের জানিয়েছেন। তিনি জানান, গত বৃহস্পতিবার (৯ জুন) পাওয়া প্রতিবেদনে মন্ত্রীর করোনা পজিটিভ আসে। তিনি বর্তমানে বাসায় অবস্থান করছেন।
মো. রেজাউল করিম জানান, হালকা কাশি ও শারীরিক দুর্বলতা ছাড়া মন্ত্রীর আর কোনো জটিলতা নেই।
শনিবার (১১ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে গত ২৪ ঘণ্টায় দেশে ৭১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৬ হাজার ৬ জনে। শনাক্তের হার ১ দশমিক ১৪ শতাংশ।
গত ৯ দিন করোনা শনাক্তের সংখ্যা ঊর্ধ্বমুখী। ২ জুন ২২ জন, ৩ জুন ২৯ জন, ৪ জুন ৩১ জন, ৫ জুন ৩৪ জন, ৬ জুন ৪৩ জন, ৭ জুন ৫৪ জন, ৮ জুন ৫৮ জন, ৯ জুন ৫৯ জন ও ১০ জুন ৬৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু হয়নি। ফলে করোনায় মৃতের মোট সংখ্যা ২৯ হাজার ১৩১ জন অপরিবর্তিত থাকলো।
বিভি/এনএ
মন্তব্য করুন: