বিএনপিকে নির্বাচনে আনতে কমিশনকে ভূমিকা রাখতে হবে

সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. এ টি এম শামসুল হুদা বলেছেন বিএনপিকে নির্বাচনে আনতে নির্বাচন কমিশনকে ভূমিকা রাখতে হবে। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রবিবার (১২ জুন) সকাল ১১টায় শুরু হওয়া সংলাপে তিনি এ কথা বলেন।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন মহলের সঙ্গে সংলাপে আজ নির্বাচন বিশেষজ্ঞদের (সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার ও সচিব) সঙ্গে বসেছে নির্বাচন কমিশন।
সংলাপে শামসুল হুদা বলেন, এবারের নির্বাচনে সব দল না এলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। বিএনপির বক্তব্যে বুঝা যাচ্ছে তারা বর্তমান পরিস্থিতিতে নির্বাচনে আসতে চায় না। তাদের নির্বাচনে আনতে নির্বাচন কমিশনকে ভূমিকা পালন করতে হব।’
নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন হতে হবে। স্বাধীনভাবে কাজ করতে হবে উল্লেখ করে শামসুল হুদা বলেন, কোনো পর্যায়ে সাবেক কমিশনারদের সহযোগিতা দরকার হলে কমিশনকে সহযোগিতা করা হবে।
সুষ্ঠু নির্বাচনের জন্য জাতীয় পরিচয় পত্র খুব দরকার উল্লেখ করে এ টি এম শামসুল হুদা বলেন, ‘জাতীয় পরিচয় পত্র নিবন্ধন কার্যক্রম নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে নিতে হলে কমিশন আইন পরিবর্তন করতে হবে।’
বিভি/এনএ
মন্তব্য করুন: