• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মিথ্যার বিরু‌দ্ধে সাইবার যু‌দ্ধের আহ্বান মু‌ক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর

প্রকাশিত: ১৫:১৭, ১৮ জুন ২০২২

আপডেট: ১৫:২০, ১৮ জুন ২০২২

ফন্ট সাইজ
মিথ্যার বিরু‌দ্ধে সাইবার যু‌দ্ধের আহ্বান মু‌ক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর

মিথ্যার বিরুদ্ধে সাইবার যুদ্ধে সন্তানদের উদ্বুদ্ধ করতে আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। শনিবার (১৭ জুন) বঙ্গবন্ধু আন্তর্জা‌তিক স‌ম্মেলন কে‌ন্দ্রে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে অনলাইন কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে  পুরস্কার বিতরণ অনুষ্ঠা‌নে প্রধান অতিথীর বক্ত‌ব্যে তিনি এই আহ্বন জানান তি‌নি।

মন্ত্রী বলেন, আমরা অস্ত্র দিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। কিন্তু এখন সাইবারে অপপ্রচারের মাধ্যমে দেশকে কুচক্রী মহল ধ্বংশ করতে ব্যস্ত। তাই দেশকে বাঁচাতে এসব অপপ্রচার রোধে অবশ্যই সন্তানদের সাইবার ‍যুদ্ধ শিখতে হবে। 
অনুষ্ঠা‌নে প্রথম বিজয়ী হি‌সে‌বে প্রজেশ ভৌমিক, মোছা: আতিয়া ইবনাত,  তাজনীন সোলতানা,আবু বকর আল নূর, শাহরিয়ার মাহমুদ, মোঃ সাফায়েত সামি দ্বীয়াব,  আলভি হাসান, মো: হাসিন ইশরাক, মো: তাহমিদ হোসেন ও আয়েশা হুমায়রা সারার হা‌তে ওয়ালটন কোর আই সে‌ভেন ল্যা পটপ তু‌লে দেন মন্ত্রী।

আবুল ফাত্তাহ মোহাম্মদ মানছুর, জান্নাত, মোঃ লাহুদ ভূঞা, মাহমুদুল হাসান, নাদিয়া ইসলাম, আহনাফ আহম্মেদ তাইফ, বিবি আয়েশা আক্তার, মোছাঃ সাবরিনা মাহবুব দিনা, আহনাফ আব্দুল্লাহ বিন আলী নাওয়াফ ও হাফসা বিনতে হাবিব খ বিভাগ থে‌কে পুরস্কার গ্রহণ ক‌রেন ।
এছাড়া মুশফিকা বেগম, রাফিয়া সুলতানা, জুবায়ের হোসাইন, সৈয়দ মীর তালহা জুবায়েদ, রাকিবুল হাসান, মোছা. মরিয়ম আকতার মিতা, সফিকুল ইসলাম, খন্দকার উম্মে ছালমা, মো: জহির উদ্দিন ও সুলতানা পারভীন, গ বিভাগ থে‌কে বিজয়ীদের ম‌ধ্যে পুরস্কার গ্রহণ ক‌রেন ।

আয়োজনে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ‌মেদ পলক সভাপতিত্ব করেন। এসময় ডি‌জিটাল সি‌কিউরিজ‌টি এজেন্সির মহাপ‌রিচালক খায়রুল আলম, বা‌ণিজ্য্ স‌চিব তপনকা‌ন্তি ঘোষ ও  মু‌ক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অতিমরিক্ত সচিব কামরুন্নাহার উপস্থিত ছিলেন। 


 

বিভি/এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2