• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কুয়েতে ৫০ জন নার্স পাঠালো বোয়েসেল

প্রকাশিত: ১০:১৫, ১৯ জুন ২০২২

আপডেট: ১০:১৬, ১৯ জুন ২০২২

ফন্ট সাইজ
কুয়েতে ৫০ জন নার্স পাঠালো বোয়েসেল

সরকারিভাবে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড-বোয়েসেলের মাধ্যমে কুয়েতে নার্স যাওয়া শুরু হলো। রবিবার (১৯ জুন) ভোর চারটায় কুয়েতের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রথম ব্যাচের  ৫০ জন নার্স। এর আগে শনিবার তাদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।

শনিবার ( ১৮ জুন) প্রবাসী কল্যাণ ভবনে বিজয় ৭১ সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এই কর্মীদের কুয়েতে যাওয়ার পদ্ধতি ও বিস্তারিত তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।

তিনি বলেন, ‘করোনার প্রভাব কাটিয়ে বিশ্বের বিভিন্ন শ্রমবাজারে বাংলাদেশি কর্মী যাওয়ার ধারা অব্যহত রয়েছে। একই সঙ্গে নতুন করে বিভিন্ন দেশে দক্ষ কর্মী ও পেশাজীবীরাও যাচ্ছে। এর অংশ হিসেবে কুয়েতে উচ্চ বেতন ও সুযোগ-সুবিধায় নার্স নিয়োগ দেওয়া হচ্ছে।’ এটি বৈদেশিক কর্মসংস্থানে নতুন মাত্রা বলেও উল্লেখ করেন প্রবাসী কল্যাণ সচিব।

মুনিরুছ সালেহীন জানান, কুয়েতে আরও নার্স নিয়োগের সুযোগ রয়েছে। দেশটির বিভিন্ন হাসপাতাল বাংলাদেশ থেকে নার্স নিতে আগ্রহ প্রকাশ করছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মো. বিল্লাল হোসেনসহ পরিচালনা পর্ষদের সদস্য এবং কর্মকর্তারা। এ সময় কুয়েতগামী নার্সদের নিয়োগপত্র তুলে দেন প্রবাসী কল্যাণ সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।

উল্লেখ্য, কুয়েতগামী এই ৫০ জন নার্সকে বাংলাদেশ দূতাবাস, কুয়েত-এর রাষ্ট্রদূত মেজর জেনারেল আশিকুজ্জামান এবং দূতাবাসের কর্মকর্তারা কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানাবেন। বোয়েসেল-এর মাধ্যমে এই প্রথম বাংলাদেশ থেকে কুয়েতের বিভিন্ন সরকারি হাসপাতালে নার্স নিয়োগ হতে যাচ্ছে। এই প্রক্রিয়ার মাধ্যমে কুয়েতের স্বাস্থ্যখাতসহ অন্য খাতেও কর্মী প্রেরণের দুয়ার উন্মোচন হবে বলে আশা করা হচ্ছে।

বিভি/এনএ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2