প্রধানমন্ত্রীর ভালোবাসা পেতে পদ্মায় সাঁতরালেন কিশোরী

পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে মাদারীপুরের শিবচরে আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দিচ্ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় পদ্মার পানিতে সাঁতরে প্রধানমন্ত্রীর নিকটবর্তী হয় এক কিশোরী। কাছাকাছি গিয়ে পানিতে দাঁড়িয়ে সে কথা বলে প্রধানমন্ত্রীর সঙ্গে।
এ সময় বক্তৃতা দেওয়ার মঞ্চ ছেড়ে প্রধানমন্ত্রীও এগিয়ে আসেন ওই কিশোরীর দিকে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই কিশোরীকে বাধা দিতে ছুটে যান। কিন্তু প্রধানমন্ত্রী তাদের নিষেধ করেন। সেই সঙ্গে মঞ্চের সামনে থাকা দলটির জ্যেষ্ঠ নেতারা কিশোরীকে বাধা দিতে নিষেধ করে।
বক্তব্য শেষে মঞ্চে দাঁড়িয়ে ওই কিশোরীর সঙ্গে কিছু সময় কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি কিশোরীর নিরাপত্তা নিশ্চিত করতে সঙ্গে থাকা লোকেদের নির্দেশ দেন। কিশোরীকে তিনি হাত নেড়ে পানি থেকে উঠে যেতে বলেন। পরে কিশোরীকে সরিয়ে নেন পুলিশ সদস্যরা।
ইতোমধ্যে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। নিরাপত্তাগত ঝুঁকি থাকা সত্ত্বেও কিশোরীর প্রতি প্রধানমন্ত্রীর এমন আচরণের প্রশংসা করেছেন অনেকে।
বিভি/এনএ
মন্তব্য করুন: