• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আগামী নির্বাচন ভালো হবে: সিইসি

প্রকাশিত: ১২:৫৪, ২৬ জুন ২০২২

আপডেট: ১৩:১২, ২৬ জুন ২০২২

ফন্ট সাইজ
আগামী নির্বাচন ভালো হবে: সিইসি

প্রধান নির্বাচক কমিশনার কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন আগামী নির্বাচন ভালো হবে। রবিবার (২৬ জুন) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরিমি ব্রুয়ার। সেখানে সিইসি এ কথা বলেন।

বৈঠকে অস্ট্রেলিয়ার নির্বাচন অভিজ্ঞতা শেয়ার করার পর ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরিমি ব্রুয়ার প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের কাছে জানতে চান আগামী নির্বাচন কেমন হবে? জবাবে, সিইসি আগামী নির্বাচন ভালো হবে বলে হাইকমিশনারকে অবহিত করেন। 

বৈঠক শেষে অস্ট্রেলিয়ার হাইকমিশনার ব্রুয়ার বলেন, ‘সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা শেয়ার করা হয়েছে বৈঠকে।’

তিনি জানান, তার দেশের প্রত্যাশা বাংলাদেশের আগামী নির্বাচন হবে অবাধ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য। 

সিইসি বলেন, ‘হাইকমিশনার ব্রুয়ার কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল ঘোষণার শেষের দিকের ঘটনা সম্পর্কে জানতে চেয়েছেন। কমিশন তার ব্যাখা দিয়েছে ‘

বিভি/এনএ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2