• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

অবশেষে সয়াবিন তেলের দাম কমালো সরকার

প্রকাশিত: ১৮:২৮, ২৬ জুন ২০২২

ফন্ট সাইজ
অবশেষে সয়াবিন তেলের দাম কমালো সরকার

টানা কয়েক ধাপে বাড়তেই থাকা সয়াবিন তেলের দাম অবশেষে কমলো। টানা বাড়তে থাকা সয়াবিন তেল দুশো টাকা লিটার হয়েছিল। কিন্তু এক ধাপে প্রতি লিটারে ৬ টাকা কমিয়েছে সরকার। প্রতি লিটার সয়াবিন তেলের দাম ৬ টাকা কমিয়ে ১৯৯ টাকা নির্ধারণ করেছে সরকার।

রবিবার (২৬ জুন) বিকেলে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স ও বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমায় দেশের বাজারে দাম কমেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এর আগে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমায় আগামী দু-একদিনের মধ্যে দেশেও সেটি কমে আসবে বলে জানিয়েছিলেন বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ।

রবিবার (২৬ জুন) বাণিজ্যসচিব দুপুরে বলেছিলেন, তেলের দামের ক্ষেত্রে আগামী দুই একদিনের মধ্যে একটা সুখবর আসতে পারে। আশা করছি, তেলের দাম কমবে। এখন সেই হিসাব-নিকাশ করা হচ্ছে।

তিনি আরও বলেন, ট্যারিফ কমিশন তেল রিফাইনারি শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করে আমাদের জানাবে। তারপর আমরা জানাতে পারবো, কত টাকা কমবে। তবে বলা যায় যে, তেলের দাম কমবে। তার এই ঘোষণার পরপরই লিটার প্রতি সয়াবিন তেলে ৬ টাকা কমলো।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2