সোমবার টোল আদায় হয়েছে প্রায় ২ কোটি টাকা

পদ্মা সেতু খুলে দেওয়ার দ্বিতীয় দিন সোমবার (২৭ জুন) প্রায় দুই কোটি টাকার টোল আদায় হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) দুপুরে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (মনিটরিং) আবুল হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সেতুতে মোটরসাইকেল ওঠা বন্ধ করে দেওয়ায় একদিনে প্রায় ৭৫ লাখ টাকা টোল কম আদায় হয়েছে।’
সেতুতে মোটরসাইকেল ওঠা বন্ধ করায় যানবাহনের সংখ্যা কমে গেছে এক-চতুর্থাংশ। টোলের পরিমাণ কমে এসেছে পৌনে এক কোটি টাকা। প্রথম দিনে (রবিবার, ২৬ জুন) মোট টোল আদায় হয়েছিল ২ কোটি ৭৫ লাখ ১৩ হাজার ৬০০ টাকা।
বিভি/এনএ
মন্তব্য করুন: