চট্টগ্রাম, গাজীপুর, বরিশাল ও রংপুরে নতুন পুলিশ কমিশনার

চট্টগ্রাম, গাজীপুর, বরিশাল ও রংপুর মহানগরে পুলিশ কমিশনার পদে নতুন পুলিশ কমিশনার হিসেবে চারজনকে নিয়োগ দেওয়া হয়েছে। সেই সঙ্গে রংপুর ও ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি এবং ঢাকা মহানগর পুলিশের পদোন্নতিপ্রাপ্ত চার কর্মকর্তাকে ২২টি পদে রদবদল করার প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রপতির আদেশ ক্রমে উপ-সচিব ধনঞ্জয় দাস স্বাক্ষরিত পৃথক পৃথক প্রজ্ঞাপনে এসব বদলির আদেশ জারি করা হয়েছে।
জারিকৃত প্রজ্ঞাপনে চট্টগ্রামের পুলিশ কমিশনারের দায়িত্ব পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসা কৃষ্ণপদ রায়। ঢাকা নৌ পুলিশ ইউনিটের অতিরিক্ত ডিআইজি থেকে উপ-মহাপরিদর্শক হিসেবে সম্প্রতি পদোন্নতি পাওয়া মোল্যা নজরুল ইসলামকে দেওয়া হয়েছে গাজীপুরের পুলিশ কমিশনারের দায়িত্ব।
ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি থেকে সম্প্রতি উপ মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি পাওয়া নুরে আলম মিনাকে দেওয়া হয়েছে রংপুরের পুলিশ কমিশনারের দায়িত্ব। চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি থেকে উপ-মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি পাওয়া মো.সাইফুল ইসলাম পেয়েছেন বরিশাল মহানগরের পুলিশ কমিশনারের দায়িত্ব।
বিভি/এসএইচ/এএন
মন্তব্য করুন: