মোটরসাইকেলে জেলার বাইরে যাওয়া নিষেধ

ছবি: সংগৃহীত।
ঈদের আগে ও পরে সাত দিন মোটরসাইকেল চালিয়ে এক জেলা থেকে অন্য জেলায় যাওয়া যাবে না। এ ছাড়া মহাসড়কেও বন্ধ থাকবে রাইড শেয়ারিং। রবিবার (৩ জুলাই) বিষয়টি জানিয়েছেন সড়ক পরিবহন সচিব এবিএম আমিনুল্লাহ নুরি।
তিনি বলেন, ঈদের আগে তিনদিন,ঈদের দিন এবং ঈদের পরে তিনদিন, এই সাতদিন এক জেলা থেকে আরেক জেলায় মোটরসাইকেল চলাচল করা যাবে না এবং মহাসড়কে রাইড শেয়ারিং করা যাবে না।
আরও পড়ুন:
- স্ত্রীর দেওয়া কিডনিতে জীবন বাঁচল স্বামীর
- প্রাক্তন স্বামীর বিয়ের খবর নিয়ে ক্ষেপেছেন ফারিয়া!
- এসএসসি পরীক্ষার নতুন তারিখ জানালো শিক্ষা বোর্ড
সচিব আরও বলেন, কোনো যৌক্তিক কারণ ছাড়া ঈদের সময় মহাসড়কে মোটরসাইকেল রাইড শেয়ারিং করা যাবে না এবং এক জেলার মোটরসাইকেল আরেক জেলায় যাবে না। তবে যৌক্তিক কারণে এক জেলা থেকে অন্য জেলায় যেতে হলে পুলিশকে জানিয়ে যেতে হবে।
এরআগে কোনোভাবেই সড়ক ও মহাসড়কের ওপরে কোরবানির পশুর হাট বসানো এবং ফিটনেসবিহীন গাড়িতে পশু পরিবহন করা যাবে না বলে রবিবার এক বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বিভি/এইচকে
মন্তব্য করুন: