ব্যস্ততা বাড়লেও বিক্রি কম কামারপল্লীতে

স্প্রিং বা কাঁচা লোহাকে কয়লার সাহায্যে হাপড়ে গরম করা, এরপর নির্দিষ্ট ফ্রেমে আনতে চলে হাতুরিপেটা, তারপর শাণ মেশিনে শাণ দেয়া। ঈদুল আযহাকে সামনে রেখে এভাবেই লোহার বিভিন্ন সরঞ্জাম বানাতে ব্যস্ত কাওরান বাজারের কামারপল্লী। কামারেরা দোকানের সামনে শাণ দেওয়া নতুন দা, বঁটি, ছুরি ও চাকু সাজিয়ে রেখেছেন। ভেতরে চলছে তৈরির কাজ।
তবে, ব্যস্ততা বাড়লেও বিক্রি এখনো জমেনি। দু’একদিনে বাড়বে বলে প্রত্যাশা দোকানীদের। তারা বলছেন, এখন সবাই গরু ছাগল কেনা নিয়ে ব্যস্ত। তান কাল, পরশু থেকে শুরু হবে কোরবানীর লোহার সরঞ্জাম কেনা।
কাওরান বাজারের ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, ছাগল কোরবানী থেকে শুরু করে মাংস ছোলানো, কাটা পর্যন্ত ব্যবহৃত মাঝারি মানের লোহার সরঞ্জামের দাম মান ভেদে ১২০০- ১৫০০ এবং গরুর ক্ষেত্রে মানভেদে ২৫০০- ৩৫০০ টাকার মধ্যে মিলবে কাওরান বাজারে।
তবে, লোহার এসব সরঞ্জামের দাম নিয়ে ক্রেতা- বিক্রেতার রয়েছে মতভেদ। কেউ বলছেন, দাম আগের মতোই, আবার কেউ কেউ কেউ বলছেন, সব কিছুর দাম বাড়ায় লোহার সরঞ্জামেরও দাম বেড়েছে।
ব্যবসায়ী মুরাদ হাসান বলেন, কয়লা ও কাঁচা লোহার দাম বাড়ায় লোহার তৈরি এসব সরঞ্জামের দাম বেড়েছে।
কোরবানীর মাংস কাটার কাজে ব্যবহৃত খাইট্টার দামেও রয়েছে ভিন্নতা। মানভেদে ২০০, ৩০০ এবং ৫০০ টাকায় বিক্রি হচ্ছে এসব খাইট্টা।
বিভি/এসআই
মন্তব্য করুন: