ট্রেনের টিকেট কাটতে গিয়ে লাঞ্ছনার শিকার হলেন সাংবাদিক

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ট্রেনের টিকেট কাটতে গিয়ে লাঞ্ছনার শিকার হয়েছেন যমুনা টেলিভিশনের এক জন সাংবাদিক। তার অভিযোগ, কাউন্টারে টিকেট না দিয়ে অন্য কাউন্টারে গিয়ে গল্প করছিলেন টিকেটকর্মীরা। এ ঘটনার প্রতিবাদ করায় তার মুঠোফোন ও আইডি কার্ড কেড়ে নেওয়া হয়। বৃহস্পতিবার (৭ জুলাই) বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাংবাদিক যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ বার্তাকক্ষ সম্পাদক মো. রাসেল মিয়া। তিনি জানান, তার বাবার অসুস্থতার কারণে জরুরি ভিত্তিতে ময়মনসিংহে যাওয়ার জন্য তিনি বেলা ১১টার দিকে ট্রেনের টিকেট কাটতে কমলাপুর রেলস্টেশনে যান। কাউন্টারে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিলেন তিনি। কাউন্টার থেকে কাউকেই টিকিট দেওয়া হচ্ছিল না। ওই কাউন্টারের কর্মী জেনি অন্য কাউন্টারের পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন।
রাসেল মিয়া বলেন, ‘টিকেট বিক্রি কেন বন্ধ জানতে চাইলে কাউন্টারকর্মী জেনি উদ্ধত আচরণ করেন। তখন মুঠোফোনে ভিডিও করার চেষ্টা করলে কাউন্টারকর্মীরা একজোট হয়ে আমাকে কাউন্টারের ভেতরে নিয়ে যান। এ সময় অপর এক কাউন্টারকর্মী আমাকে চড়-থাপ্পড় মারেন। আমার আইডি কার্ড ছিনিয়ে নেন তারা। পরে আমার এক সহকর্মী কমলাপুর রেলস্টেশন ব্যবস্থাপককে সঙ্গে করে সেখান থেকে আমাকে বের করে নিয়ে আসেন।'
এ ঘটনায় কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার দুঃখপ্রকাশ করে বলেন, ‘অভিযুক্ত কাউন্টারকর্মীদের প্রত্যাহার ও বদলির সুপারিশ করা হবে।’
বিভি/এনএ
মন্তব্য করুন: